আজ তাঁর জন্মদিন, ৫৬ বছরে পা দিলেন অভিনেতা ববি দেওল।



অনুরাগীদের সঙ্গে কেক কেটে মুম্বইতেই জন্মদিন উদযাপন করলেন ববি দেওল।



তবে জানেন কী, খুব ছোটবেলাতেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ববি দেওলের।



'ধরম-বীর' ছবিতে ছোট ধর্মের ভূমিকায় অভিনয় করেছিলেন ববি দেওল।



১৯৯৫ সালে 'বরসাত' ছবির হাত ধরে পাকাপাকিভাবে অভিনয়ে পা রাখেন ববি দেওল।



ববি দেওলের আসল নাম বিজয় সিংহ দেওল, এ কথা জানেন না অনেকেই।



একসময়ে গোটা ভারতে ডিজে অর্থাৎ ডিস্ক জকির কাজ করতেন ববি।



'যমুলা পাগলা দিওয়ানা' ছবিটির পরে ৪ বছরের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন ববি।



ববি দেওল একজন ট্রেনড পাইলট, অর্থাৎ তিনি বিমান ওড়াতে জানেন।



রোদচশমার শখ রয়েছে ববি, তাঁর কালেকশনে প্রচুর সানগ্লাস রয়েছে।