প্রচণ্ড গরম, তীব্র দাবদাহের মধ্যে কাজ তো চালিয়ে যেতেই হবে। এমন অবস্থায় জামাকাপড় হোক হালকা। বলিউড ডিভাদের থেকে নেওয়া যাক টিপস। গরমে হালকা, হাওয়া ঢুকবে এমন ড্রেসের চল প্রচণ্ড। ক্যাসুয়াল লুকেও লাগে দুর্দান্ত। নানা ধরনের কাট, ডিজাইন মিলবে যথেষ্ট। স্টাইলের কথা হলে 'দেশি গার্ল' কেন বাদ যাবেন। অফ-শোল্ডার, সাদা-নীল শর্ট ড্রেস বাছতে পারেন। সঙ্গে ফোলা হাতা। কিয়ারার মতো সাদা ফ্লোরাল ফ্লোর-লেন্থ স্লিপ ড্রেসও পরতে পারেন। গরমে বিশেষ করে যদি সমুদ্রসৈকতে বেড়াতে যান, তাহলে সঙ্গে রাখুন রোদচশমা। ব্যাস! শর্ট ড্রেসও কেন পিছিয়ে থাকবে। এই গরমেই তো পরার আদর্শ সময়। ফ্লোরাল রঙ বাহারি নুডল স্ট্র্যাপের ছোট জামা থাকুক পরনে, অনন্যা পাণ্ডের মতো। ম্রুণাল ঠাকুরকে দেখা যায় মুম্বইয়ের রাস্তায় থাই-স্লিট ড্রেসে। ডিপ-বোট নেক, সেই সঙ্গে অবশ্যই পোশাকের রং একেবারে হালকা। ক্যাটরিনার মতো ঘের সমেত ফ্লোরাল প্রিন্টেড ড্রেস পরতে পারেন। ওপরের অংশে থাকতে পারে কর্সেট ডিজাইন। 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবিতে শ্রদ্ধা কপূরের সেই লাল ড্রেস মনে আছে। গরমের জন্য একেবারে পারফেক্ট। স্টাইল ও আরামের নিখুঁত মিশেল। গরমে নুডল স্ট্র্যাপ ড্রেসের চাহিদা বিপুল। আলিয়া ভট্টের মতো মাল্টি-কালার্ড, ডিপ নেক ক্রেপের লম্বা ড্রেস বাছতে পারেন। ঘের পোশাক না ভাল লাগলে দিশা পাটনির মতো স্ট্রেট ফিট ড্রেসও পরতে পারেন। তবে তাতেও চোখের আরাম ফ্লোরাল প্রিন্টেই।