ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা, সব জায়গায়াতেই কাজ করেছেন তিনি। টলিউডে অনেকগুলো বছরই কাটিয়ে ফেললেন অভিনেত্রী দেবলীনা দত্ত।



আজ এই অভিনেত্রীর জন্মদিন। এই নায়িকার জীবনে যেমন রয়েছে ওঠাপড়া, তেমনই রয়েছে বিতর্কও।



খুব অল্প বয়সে বিয়ের ঠিক হয়েছিল দেবলীনার। কিন্তু বিয়ের দিন এসে হাজির হয়নি তার বরই।



বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে যায় তাঁর, এরপরে আর যোগাযোগই করা যায়নি সেই হবু বরের সঙ্গে!



এরপরে দীর্ঘ প্রেমের সম্পর্কের পরে দেবলীনা বিয়ে করেছিলেন তথাগত মুখোপাধ্যায়কে। এটি ছিল তথাগতর দ্বিতীয় বিয়ে।



তথাগতর সঙ্গে বিয়ের পরে দেবলীনার কপালে জুটেছিল ঘরভাঙানির তকমা। তিনি নাকি কন্যাকুমারীর সংসার ভেঙেছেন।



এখানেই শেষ নয়, এবিপি আনন্দের অনুষ্ঠানে গোমাংস নিয়ে তাঁর মন্তব্যও বিতর্কের সৃষ্টি করেছিল



সেই বিতর্কের জল গড়িয়েছিল এতটাই যে প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন দেবলীনা।



বর্তমানে তথাগতর সঙ্গে এক ছাদের তলায় থাকেন না দেবলীনা, তবে তাঁদের আইনত বিচ্ছেদ হয়নি।



তথাগত সম্পর্কে মুখ খুলেও বহুবার বিতর্কে জড়িয়েছেন দেবলীনা