স্বামী ভিঘ্নেশ শিবানের সঙ্গে এখন সুখের সংসার দক্ষিণী তারকা নয়নতারার। এখন তাঁরা 'কাপল গোল'



তবে সত্যিই কি এতটাই সুন্দর আর মসৃণ ছিল নয়নতারা ভিগ্নেশের যাত্রাপথ? বাবা-মা হওয়া? বোধহয় নয়।



বিয়ের মাত্র ৪ মাসের মধ্যে দুই যমজ সন্তানের বাবা-মা হয়েছিলেন নয়নতারা ও ভিগ্নেশ।



সারোগেসি নিয়ে আইনি জটে জড়িয়েছিলেন তাঁরা। তামিলনাড়ু প্রশাসন পাঠিয়েছিল নোটিশও।



পরবর্তীতে নয়নতারা জানান, বিয়ে সদ্য হলেও, তাঁদের সন্তান নেওয়ার পরিকল্পনা ছিল ৬ বছর আগে থেকেই।



শুধু সন্তান নয়, ভিগ্নেশের আগেও সম্পর্কে জড়িয়েছিলেন নয়নতারা।



একসময়ে প্রভুদেবার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল নয়নতারার। তাঁর জন্য প্রভুদেবা বিয়ে ছেড়ে বেরিয়ে আসেন।



তবে স্থায়ী হয়নি নয়নতারা ও প্রভুদেবার প্রেম। বেশ কয়েক বছর প্রেম করার পরে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।



আর এখন ভিগ্নেশের সঙ্গে দুই সন্তান নিয়ে সুখে সংসার করছেন নয়নতারা।