বয়স তাঁর কাছে সংখ্যামাত্র, কিন্তু কোন ম্যাজিকে এত ফিট বঙ্গকন্যা সুস্মিতা সেন?



সারাদিন সবজি, আর গ্রিলড ফিশই মূলত খান সুস্মিতা। সঙ্গে অবশ্য থাকে ভাত রুটি।



দুপুরের খাবারে ভাত, রুটি, কালো ডাল, ফুলকপি ও মাছ খান সুস্মিতা সেন



কখনও আবার দুপুরের দিকে ভাত, ডাল, সবজির ঝোল আর মাংস খান সুস্মিতা



রাতের খাবারে সুস্মিতা সালার্ড, স্যুপ ও সবজি খান তিনি। তবে সবটাই অল্প পরিমাণে।



স্ন্যাক্স হিসেবে জ্যুস ও বিস্কিট খান সুস্মিতা, তবে ময়দার বিস্কিট এড়িয়ে চলেন তিনি।



সকালে উঠে নিম ও মধুর জল খান সুস্মিতা, এতে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে।



সকালে প্রথমে উঠেই এক গ্লাস উষ্ণ জল খান সুস্মিতা। এরপরেই তিনি খেয়ে নেন সকালের জলখাবার।



৬টা ডিমের সাদা অংশ দিয়ে তৈরি ফ্রেঞ্চ টোস্ট খান সুস্মিতা। সঙ্গে থাকে তাজা ফল।



এছাড়াও সকালে আদা চা খাওয়া পছন্দ অভিনেত্রীর।