দীর্ঘদিন ধরেই বিবাহিত তিনি, ক্যানসারের সঙ্গে লড়াই করে এখন সুখের সংসার তাঁর।



তবে জানেন কি, একসময় সোনালি বেন্দ্রের সম্পর্ক ছিল বলিউডের এই বিবাহিত নায়কের সঙ্গে!



সেই নায়ক আর কেউ নয়, তিনি হলেন সুনীল শেট্টি। একসঙ্গে জুটি বেঁধে একাধিক কাজ করেছেন তাঁরা।



বড়পর্দার সেই প্রেম গড়িয়েছিল বাস্তবেও, একে অপরের প্রতি অনুরক্ত হয়ে পড়েছিলেন সুনীল ও সোনালি।



তবে সেই সময়ে বিবাহিত ছিলেন সুনীল। সেই কারণে তাঁদের সম্পর্ক নিয়ে সমস্যা তৈরি হয়।



সোনালি অবশ্য সুনীলের সঙ্গে তাঁর প্রেমের কথা স্বীকার করেননি কোনদিন। বলতেন, এ সবই গুঞ্জন।



সোনালি বলেছিলেন, এই গুঞ্জন তাঁর কেরিয়ারকে কতটা বেশি এফেক্ট করেছিল।



একসময়ে সুনীলের প্রতি অনুরক্ত থাকলেও এই প্রেমের কোনও ভবিষ্যৎ নেই দেখে সেখান থেকে সরে আসেন সোনালি



এরপরে তিনি বিবাহ করেন, সংসার ও রয়েছে তাঁর। তবে সুনীলের সঙ্গে আর সিনেমা করেননি তিনি।



সোনালি আর সুনীলের প্রেমের গল্প এখনও কান পাতলেই শোনা যায় বলিউডে