নন্দমুরি বালাকৃষ্ণের ‘দাবিডি দিবিডি’ গানে নাচ করে চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছেন ঊর্বশী রাউতেলা।



কেন এক অশ্লীল ভঙ্গিতে নাচ, সেই নিয়ে বারে বারেই উঠেছে প্রশ্ন।



সদ্য প্রকাশ্যে এসেছে আরও একটি পার্টির ভিডিও। সেখানে আবার বিতর্ক!



সদ্য একটি পার্টিতে নন্দমুরির সঙ্গে উর্বশীর হাবভাব নিয়েও আবার অনেকে প্রশ্ন তুলেছেন



তবে উল্টো সুরে কথা বলছেন উর্বশী রাউতেলা খোদ, তাঁর মতে নন্দমুরির সঙ্গে করা কাজ তাঁর কাছে সম্মানের



ঊর্বশী মনে করেন, ‘দাবিডি দিবিডি’ কাজটি শিল্পের প্রতি এক প্রকার শ্রদ্ধাজ্ঞাপন।



ঊর্বশী বলছেন, ' নন্দমুরির সঙ্গে এই নাচ আর পাঁচটা নাচের মতো একেবারেই নয়'



ঊর্বশী মনে করেন, ‘দাবিডি দিবিডি’ গানের নাচ একটি যৌথ পরিশ্রমের ফল



‘দাবিডি দিবিডি’ গানের কাজটি নাকি ঊর্বশীর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই



তবে সব রকমের মত গ্রহণ করতে প্রস্তুত ঊর্বশী