সদ্য মা হয়েছেন রাধিকা আপ্টে। কিন্তু নায়িকা সম্পর্কে অজানা এই তথ্যগুলো জানেন কি?



রাধিকা আপ্টে কিন্তু উচ্চশিক্ষিত, তাঁর অর্থনীতি ও অঙ্কে ডিগ্রি রয়েছে



পুণের Fergusson College থেকে ডিগ্রি অর্জন করেন রাধিকা।



Rohini Bhate-এর কাছে দীর্ঘ আট বছর ধরে কত্থক শিখেছেন রাধিকা।



স্নাতক স্তরের পরে রাধিকা লন্ডনে চলে যান কনটেম্পোরারি ডান্স নিয়ে পড়াশোনা করতে।



Trinity Laban Conservatoire of Music and Dance-এ পড়াশোনা করেছেন রাধিকা।



মারাঠি, ইংরাজি, হিন্দি, বাংলা, তামিল, তেলুগু ও মালয়ালিতে কথা বলতে পারেন রাধিকা।



থিয়েটার করার সময় মুম্বইতে থাকতে ভাল লাগত না রাধিকার। তিনি ফিরে গিয়েছিলেন পুণেতে।



ব্রিটিশ মিউজ়িশিয়ন বেনেডিক্স টেলরকে ২০১২ সালে বিয়ে করেন রাধিকা



অন্তঃসত্ত্বা থাকাকালীন নানারকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন রাধিকা



গায়ের রঙ চাপা হওয়ার কারণে রাধিকাকে অনেক সময় অনেক খোঁটা শুনতে হয়েছে