কেরিয়ার শুরু হয়েছিল কিশোরী বয়স থেকেই, আর সেই থেকেই সমর্থ পেয়েছিলেন মা আর দিদার।



মডেলিং থেকে অভিনয়ে আসা এভাবেই কেরিয়ার শুরু হয়েছিল রুক্মিণী। তাঁর জন্মদিনে, অভিনেত্রীর অজানা গল্প।



রুক্মিণীর জীবনে খুব বড় ভূমিকায় তাঁর মায়ের, প্রত্যেক বিষয়ে তাঁর মায়ের মত চাই।



রুক্মিণী যে কোনও চিত্রনাট্য আগে মাকে পড়তে দেন, মায়ের পছন্দ হলে তবেই তিনি পড়ে দেখেন



রুক্মিণী কোনও সিনেমার দৃশ্যে অভিনয়ের জন্য রেডি হয়েও সবার আগে মাকে দেখাতে চান তাঁর সাজ!



একবার রুক্মিণী একটি গাউন পরেছিলেন সেটি তাঁর তেমন পছন্দ হয়নি। মন খুঁতখুঁত করছিল।



শেষমেষ, মায়ের মত নিয়ে, মায়ের শাড়ি কেটে সেটা দিয়ে গাউন বানিয়ে তা পরেই শট দেন রুক্মিণী।



আজ রুক্মিণীর জন্মদিন, বিশেষ দিনের রাতটা পরিবারের সঙ্গেই কাটিয়েছেন রুক্মিণী।



রুক্মিণীর জন্মদিনে হাজির ছিলেন দেব, ছিলেন রুক্মিণীর মা ও তাঁর ভাইজি। সবাই মিলে কেক কাটা হয়।



জন্মদিনের বিকেলে বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে নিজের ছবি বুমেরাং দেখেন রুক্মিণী


Thanks for Reading. UP NEXT

পর্দায় 'পর্ণা', বাস্তবেও লড়াইটা কম ছিল না পল্লবীর!

View next story