ABP Ananda


পুজোর আগে ক্যাটরিনা কাইফের মতো জেল্লা পেতে চান চুলে? এই সহজ পদ্ধতি মেনে চললে স্বাস্থোজ্জ্বল চুল পেতে পারেন আপনিও।


ABP Ananda


চুল স্বাস্থোজ্জ্বল রাখার প্রথম ধাপ হল চুল পরিষ্কার রাখা, ব্যবহার করুন সালফেড ফ্রি শ্যাম্পু।


ABP Ananda


চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় অয়েল ম্যাসাজ, তাই সপ্তাহে অন্তত ২দিন মাথায় তেল ম্যাসাজ করুন


ABP Ananda


তবে মাথায় খুশকির সমস্যা থাকলে একেবারেই তেল দেওয়া চলবে না। বারণ রয়েছে অয়েলি ক্সাল্পের ক্ষেত্রেও।


ABP Ananda


চুলে বিভিন্ন স্টাইলিং করা হয় বলে ক্যাটরিনা সবসময়ে চুলে হিট প্রোটেকশন সিরাম ব্যবহার করেন। এতে চুলের ক্ষতি কম হয়।


ABP Ananda


ক্যাটরিনা নিয়মিতভাবে নিজের চুল ট্রিম করে নেন, এর ফলে একেবারেই স্প্লিট এন্ডসের সমস্যা থাকে না।


ABP Ananda


পুজোর আগে চুলে চটজলদি জেল্লা পেতে ভরসা রাখুন লিভ ইন সিরাম বা অর্গ্যান অয়েলে।


ABP Ananda


তবে খুব বেশি সিরাম বা অর্গ্যান অয়েল লাগিয়ে ফেললে চুল চিটচিটে হয়ে যাবে। তাই খুব অল্প পরিমাণেই ব্যবহার করুন


ABP Ananda


ক্যাটরিনা চুলের জন্য নিয়মিত প্রোটিন ও আয়রন সাপ্লিমেন্ট নেন। এতে তাঁর চুলের জেল্লা বজায় থাকে।



শেষমেষ পুজোয় ঘুরতে যাওয়ার সময় চেষ্টা করুন চুল বেঁধে রাখতে। এতে জট পরে কম, চুলের স্বাস্থ্য ভাল থাকে।