কৃতি শ্যাননের অনুরাগী, কিন্তু তাঁর সম্পর্কে এই তথ্যগুলি আপনি জানেন কী?



প্রথমে ঠিক ছিল না কৃতি শ্যানন অভিনয়ে আসবেন, তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন।



কৃতি একজন কত্থক নৃত্যশিল্পী, দীর্ঘদিন ধরে কত্থক শিখেছেন তিনি।



গভীর জলে ভয় ছিল কৃতির, তিনি সাঁতার কাটতে নামতে পারতেন না।



তবে 'রাবতা' ছবিতে অভিনয় করার সময় তিনি স্কুবা ডাইভিং শিখে সেই ভয় কাটিয়ে ফেলেন।



২০১৬ সালে কৃতি শ্যানন নিজের একটি বস্ত্র বিপণী চালু করেন



বস্ত্র বিপণীর পাশাপাশি একটি ফিটনেস স্টুডিও-রও মালকিন কৃতি শ্যানন



ডাল মাখানিস রাজমা চাওল, বাটার চিকেন আর পাপড়ি চাটের মতো খাবার ভীষণ ভালবাসেন শ্রুতি।



কৃতি শ্যানন কবিতা পড়তে ও লিখতে ভালবাসেন, সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ারও করেছেন নিজের লেখা কবিতা।



জীবনের প্রথম ফ্যাশন শো করতে গিয়ে ব্যর্থ হন কৃতি শ্যানন