বিদ্যা বালনের অনুরাগী, কিন্তু তাঁকে নিয়ে এই অবাক করা তথ্যগুলো জানেন কী? বিদ্যা বালনের Obsessive Compulsive Disorder রয়েছে। এক ফলে তিনি ঘরে একেবারেই ধুলো ময়লা বা অগোছালো ঘর সহ্য করতে পারেন না মুম্বইয়ের St. Xavier's College থেকে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন বিদ্যা বালন। এরপর মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে তিনি সমাজবিজ্ঞান নিয়েই স্নাতোকত্তর পড়াশোনা শেষ করেন। বই পড়তে ভীষণ ভালবাসেন বিদ্যা বালন। তিনি Paulo Coelho-র অনুরাগী বিদ্যা বালন একটি চ্যাট শো-এ বলেন তিনি হামেশাই তাঁর বন্ধুদের সঙ্গে cupid খেলেন। বড়পর্দায় চার্লি চ্যাপলিনের চরিত্রে অভিনয় করার স্বপ্ন দেখতেন বিদ্যা বালন। ভরতনাট্যম ও কত্থক, এই দুই নৃত্যশৈলীতেই পারদর্শী বিদ্যা। প্রশিক্ষণ নিয়েছেন দীর্ঘদিন ধরে। বিদ্য বালন সবচেয়ে বেশি ভালবাসেন শাড়ি পরতে। যে কোনও অনুষ্ঠানেই তিনি শাড়ি পরে ফেলেন ২০১৪ সালে পদ্মশ্রী পান বিদ্যা বালন।