উরফি জাভেদ মানেই পোশাকে চমক, তা এতদিনে সকলের জানা। যতবার তাঁকে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হতে দেখা গেছে, ততবার তাঁর পোশাক নজর কেড়েছে। আজও তার অন্যথা হল না। বরং তাঁর পোশাকের পিছনে যে শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেন এবং তাঁর নিজের চিন্তাশক্তির বহিঃপ্রকাশ হতে দেখা গেল। আজ তাঁকে সর্বসমক্ষে আসতে দেখা গেল চোখ ধাঁধানো নীল রঙের গাউনে। যার ওজন নাকি ১০০ কিলোগ্রাম বলে দাবি উরফির। পাপারাৎজিদের ক্যামেরায় উরফিকে বলতে শোনা যায়, 'রেড কার্পেটে তো আমাকে কেউ ডাকে না।' 'তাই আমি নিজের রেড কার্পেট তৈরি করে নিয়েছি। পোশাক মনে ৯২-১০০ কেজি হবে। মনে হয় ৪৫০ মিটার।' 'আমি আমার রেড কার্পেট সব নিজেই করতে থাকব। আমাকে কেউ ডাকুক না ডাকুক, আমি নিজের রেড কার্পেট তৈরি করে নেব।' এদিন তাঁকে গাড়ির পিছন থেকে নামতে দেখা যায়। তিনি নামার আগে তাঁর সঙ্গীরা তৈরি করে দেন লাল গালিচা মোড়া সিঁড়ি ও কার্পেট। উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত মুখ। তাঁর পোশাকের জন্যই তিনি বিখ্যাত। যে কোনও জিনিস দিয়ে কীভাবে পোশাক তৈরি করা যায় তা দেখান উরফি। এর আগে উরফি এক সাক্ষাৎকারে বলেন, 'আমি খ্যাতি পেয়েছি? হ্যাঁ। জনপ্রিয়তা? হ্যাঁ। কাজ? না।' তিনি বলেন, 'মানুষ আমাকে সম্মান করেন না। তাঁরা আমার সঙ্গে কাজ করতে চান না'। বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে বলেন তিনি।