সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রোফাইলের নাম শুধু 'কাজল'। সিনেমার নথিতেও তাই!



কেন নামের পাশে কোনও পদবি ব্যবহার করেন না কাজল! জানেন কী এর কারণ কী?



সদ্য একটি সাক্ষাৎকারে কাজল নিজেই বলেছিলেন, এই সিদ্ধান্ত তাঁরই ছিল যে তিনি নামের পাশে পদবি ব্যবহার করবেন না



অভিনেত্রী যখন ইন্ডাস্ট্রিতে পা রাখছেন, কাজলের মা তনুজা প্রশ্ন করেছিলেন, কাজল কি আদৌ কোনও পদবি ব্যবহার করতে চান?



কাজলের বাবা ও মা, দুজনেই ইন্ডাস্ট্রির দুটি নাম করা পরিবার। এমনকি স্বামীর পদবি ও ব্যবহার করেন না কাজল



কাজল চেয়েছিলেন, কোনও পূর্ব পরিচিতি দিয়ে নয়, কেবলমাত্র কাজের জোরেই মানুষের মনে জায়গা করে নিতে।



কাজলের মা তনুজাও চিরজীবন কোনও পদবি ব্যবহার করেননি। সেটাও অনুপ্রাণিত করেছিল কাজলকে



পদবি তাঁর কাছে বোঝা বলে মনে হয়েছিল, কাজল চেয়েছিলেন মানুষ তাঁকে চিনুক শুধু নামে।



সেই কারণে কাজল মুখোপাধ্যায় পদবি ব্যবহার করেননি। ব্যবহার করেননি স্বামীর পদবি দেবগণ ও।



কেরিয়ারের একেবারে শুরুতে যে পদক্ষেপ নিয়েছিলেন তিনি, তা নিয়ে আজ তিনি গর্বিত।