ছুটতে হবে না প্রভিডেন্ট ফান্ডের অফিসে।EPFO ওয়েবসাইট epfindia.gov.in- এ গিয়েই সহজেই বদলাতে পারবেন আপনার নমিনি
কর্মচারীদের ভবিষ্য তহবিল সংস্থা অর্থাৎ EPFO সব সদস্যদের প্রভিডেন্ট ফান্ড (PF) নমিনেশন সুবিধা দিচ্ছে।
তারপর 'Service-এ গিয়ে 'For Employees'ট্যাবে ক্লিক করুন ও পরিষেবাগুলিতে 'Member UAN/Online Service (OCS/OTCP)'দেখে নিন।
এবার আপনার UAN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন ও ম্যানেজ' ট্যাবের অধীনে 'ই-নোমিনেশন' বিকল্পটি নির্বাচন করুন। এবার ফ্যামিলি আপডেট করতে, 'Yes' এ ক্লিক করুন
এবার 'Add Family Details'-এ ক্লিক করুন। পরিমাণের মোট অংশ ঘোষণা করতে 'Nomination Details'-এ ক্লিক করুন। ঘোষণার পরে, 'সেভ ইপিএফ নমিনেশন'-এ ক্লিক করুন
এখানে OTP পেতে 'ই-সাইন'-এ ক্লিক করুন।এবার আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে যা পূরণ করতে হবে।
এই প্রক্রিয়াটি সম্পন্ন করার পরে EPFO-তে আপনার ই-মনোনয়ন রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে।
ইপিএফও-র এই উদ্যোগের ফলে সব ধরনের গ্রাহকই স্বস্তি পাবেন।এতে শুধু অর্থই নয়, সময়ও বাঁচবে।