পরিচিত কোনও বেলাভূমি কিংবা অজানা কোনও দ্বীপ। এই প্রাণীটি বিশ্বের নানা জায়গায় দেখা যায়। কিন্তু জলবায়ু পরিবর্তন, সমুদ্রতলের উষ্ণতা বৃদ্ধি ইত্যাদি নানা কারণে বিপদের মুখে টার্টল বা কাছিম। বিশ্বজুড়ে কাছিম নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে একটি বিশেষ দিন পালিত হয়। আজ, ওয়ার্ল্ড টার্টল ডে। আমেরিকান টরটয়েস রেসকিউ নামেক এটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই দিনটি পালন শুরু হয়েছিল। ২০০১ থেকে ওয়ার্ল্ড টার্টল ডে পালিত হচ্ছে। এবার ২২তম দিবস। ২২মে ছিল বিশ্ব জীববৈচিত্র্য দিবস। বাস্তুতন্ত্রের জন্য জীববৈচিত্র্য জরুরি। কাছিম সমুদ্র ও বেলাভূমির বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি। কাছিমের সংখ্যা কমতে থাকলে বাস্তুতন্ত্র ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। বিশ্বে অসংখ্য প্রজাতির কাছিম রয়েছে। যার মধ্যে অনেকগুলিই এখন বিপন্ন বা বিলুপ্তপ্রায় তালিকাভুক্ত। বিপন্ন প্রজাতির কচ্ছপগুলিকে উদ্ধার করা, তাদের বংশবিস্তারে সাহায্য করে থাকে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই বিশেষ দিনটিতে কাছিম নিয়ে নানা সচেতনতামূলক অনুষ্ঠান করা হয় বিশ্বজুড়ে।