এবার থেকে লাইফ সার্টিফিকেট নিয়ে সমস্যায় পড়তে হবে না এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পেনশনভোগীদের।

লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার আগের নিয়ম বদলেছে EPFO। একবার লাইফ সার্টিফিকেট জমা দিলে তা ১বছরের জন্য বৈধ ধরা হবে।

২০১৯ সাল পর্যন্ত প্রতি পেনশনভোগীকে নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট জমা দিতে হত। যদিও ডিসেম্বরে এই নিয়মে পরিবর্তন করা হয়।

এখন আপনি চাইলেই যখন খুশি লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। এতে অনেক পেনশনভোগীই উপকৃত হবেন।

আগে একটি নির্দিষ্ট মাসের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া কঠিন ছিল। এবার তা অনেক সহজ হবে।

EPFO তাদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে পেনশনভোগীদের এই বিষয়ে জানিয়েছে।

লাইফ সার্টিফিকেট জমা দিতে পিপিও নম্বর , আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আধার লিঙ্ক নম্বর লাগবে।

পেনশনভোগীরা যেকোনও পাবলিক সার্ভিস সেন্টার (CSC), পোস্ট অফিস, কাছের EPFO ​​অফিসে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন

এছড়াও UMANG অ্যাপ বা পেনশন প্রদানকারী ব্যাঙ্কে গিয়ে তাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন EPFO পেনশনহোল্ডাররা

এই নতুন নিয়মের ফলে একটি নির্দিষ্ট মাসের জন্য বসে না থাকায় লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার চাপ থাকবে না প্রভিডেন্ট ফান্ড সংগঠনের সদস্যদের।