এবার থেকে লাইফ সার্টিফিকেট নিয়ে সমস্যায় পড়তে হবে না এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পেনশনভোগীদের।
লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার আগের নিয়ম বদলেছে EPFO। একবার লাইফ সার্টিফিকেট জমা দিলে তা ১বছরের জন্য বৈধ ধরা হবে।
আগে একটি নির্দিষ্ট মাসের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া কঠিন ছিল। এবার তা অনেক সহজ হবে।
EPFO তাদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে পেনশনভোগীদের এই বিষয়ে জানিয়েছে।
পেনশনভোগীরা যেকোনও পাবলিক সার্ভিস সেন্টার (CSC), পোস্ট অফিস, কাছের EPFO অফিসে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন
এছড়াও UMANG অ্যাপ বা পেনশন প্রদানকারী ব্যাঙ্কে গিয়ে তাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন EPFO পেনশনহোল্ডাররা