প্রিমিয়ার লিগের ম্যাচে ৭-০ গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারাল লিভারপুল দুটি করে গোল কোডি গ্যাকপো, ডারউইন নুনেজ ও মহম্মদ সালার এক গোল রবার্তো ফিরমিনোর এরিক টেন হ্যাগের দল ১১ ম্য়াচ অপরাজিত থেকে এই ম্যাচে নেমেছিল আর সেই দলই কি না দ্বিতীয়ার্ধে ৬ গোল খেয়ে বসল! লিভারপুল গড়ে ফেলে নতুন রেকর্ড ইউনাইটেডের বিরুদ্ধে এই জয় লিভারপুলের সবচেয়ে বড় জয়ের নজির এর আগে ১৮৯৫ সালে দ্বিতীয় ডিভিশনের ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে তারা ৭-১ জয় পেয়েছিল ফুটবলাররা অপেশাদার মানসিকতা দেখিয়েছে, তোপ ম্যান ইউ ম্যানেজার এরিক টেন হ্যাগের এই ফলে তিনি ক্রুদ্ধ, জানিয়েছেন এরিক। ছবি - ম্যান ইউ ও লিভারপুলের সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া