তিনি বলিউডের 'হার্টথ্রব'। তাঁর সৌন্দর্য্যে মুগ্ধ আট থেকে আশি মহিলাদের আইপিএলের প্রথম সংস্করণের উদ্বোধনী মঞ্চে তিনিই ছিলেন প্রধান আকর্ষণ শনিবার ডি ওয়াই পাটিল স্টেডিয়াম মাতিয়ে দিলেন কিয়ারা আডবাণী সঞ্চালিকা মন্দিরা বেদী শুরুতেই ঘোষণা করলেন, 'মঞ্চে আগুন জ্বালাতে আসছেন... তিনি সুন্দরী, তিন বিজলি, তিনি কিয়ারা আডবাণী।' তারপরই মঞ্চে প্রবেশ কিয়ারার। পরনে পেঁয়াজি রংয়ের পোশাক। সঙ্গে রুপোলি রংয়ের নী লেংথ বুট পারফর্ম করলেন বলিউডের আরেক অভিনেত্রী কৃতী শ্যাননও কৃতী থাকবেন আর তাঁর জনপ্রিয় 'পরম সুন্দরী' থাকবে তা আবার হয় নাকি! সেই গানের তালেও নাচলেন কৃতী ড্রেসিংরুম থেকে চক দে ইন্ডিয়া গানের তালে নাচ শুরু করলেন সঙ্গে পারফর্ম করলেন গায়ক এপি ধিলঁ ডব্লিউপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত জায়ান্টস