Image Source: Pexels, Pixabay

পরীক্ষার আগে-পরে পুষ্টিকর খাবার খাওয়া বেশি গুরুত্বপূর্ণ

Image Source: Pexels, Pixabay

পর্যাপ্ত জল খেতে হবে। প্রয়োজনে ডাবের জল, গ্লুকোজ জল খেতে হবে।

Image Source: Pexels, Pixabay

অল্প অল্প হালকা খাবার খেতে হবে। একেবারে ভারী খাবার এড়ানোই ভাল।

Image Source: Pexels, Pixabay

প্রোটিন সমৃদ্ধ খাবার ডায়েটে রাখতে হবে।

Image Source: Pexels, Pixabay

ফাইবার সমৃদ্ধ খাবার পাতে থাকুক, তাহলে পেট ভাল থাকবে।

Image Source: Pexels, Pixabay

খাবারের সঙ্গে কলা, পেয়ারা, আপেল. পেঁপে, নাশপাতির মতো ফল রাখা যায়।

Image Source: Pexels, Pixabay

বেশি চিনি ও নুন এড়াতে হবে

Image Source: Pexels, Pixabay

প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবার, পিৎজা-বার্গারের মতো খাবার পরীক্ষার সময় নয়

Image Source: Pexels, Pixabay

বেশি চা-কফি না খাওয়াই ভাল

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন