প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে সুন্দর আই ব্রো পেতে হলে।



ভ্রু পাতলা হয়ে গেলে নিয়ে নয়, দক্ষ হাতে প্লাক করান।



একটি ইয়ার বাডে ক্যাস্টর অয়েল লাগিয়ে রোজ অ্যাপ্লাই করুন।



আই ব্রো মেক আপ রাতে মেক আপ রিমুভার দিয়ে ওঠাতে হবে।



অনেক সময় মাথার খুশকির কারণে আই ব্রো ঝরে যায়।



সুন্দর আই ব্রো পেতে খুশকি নিয়ন্ত্রণ জরুরি।



গরম জলে কারিপাতা ফুটিয়ে রসটা লাগাতে পারেন ভ্রুতে ।



আই ব্রোয় অ্যালোভেরার রসও লাগাতে পারেন, উপকার পারেন।



আই ব্রো যদ্দিন না সুন্দর করে বের হচ্ছে, পেন্সিল ব্যবহার করুন।