কনজাঙ্কটিভাইটিস বা আই ফ্লু । বেশ কিছুদিন ধরেই দাপিয়ে বেড়াচ্ছে এই অসুখ।



শিশু থেকে বৃদ্ধ, রেহাই নেই কারও। ছোটরা হুটোপাটি করার সময় এসব মনে রাখে কই !



তাদের কয়েকটা বিষয়ে বারবার সতর্ক করে দিন। যেমন হাত ধোয়ার কথা ।



করোনাকালের মতোই ফের বারে বারে হাত ধোয়া ও স্যানিটাইজ করার অভ্যেস করুন।



অন্যের তোয়ালে, বালিশ না ব্যবহার করতে বলুন শিশুকে।



বাচ্চারা বা কিশোররা বন্ধুবান্ধবের চশমা বা রোদচশমা পরে থাকে। অন্যের চশমা না পরতে বলুন তাঁকে।



অন্যের রুমাল ব্যবহার না করতে বলুন শিশুকে।



চোখের মেকআপের মতো ব্যক্তিগত জিনিসগুলি ভাগ না করতে বলুন।



বাচ্চাকে বলুন, জীবাণুর সংক্রমণ কমাতে হাঁচি বা কাশির সময় মুখ চাপা রাখতে। 



এভাবে আই ফ্লু আটকে দেওয়া যাবে এমন নয়, তবে কিছুটা সুরক্ষিত থাকা যাবে।