অবশেষে শ্যুটিং শেষ হল কর্ণ জোহরের আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র। গত রবিবার সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবির সঙ্গে দীর্ঘ পোস্টে ধন্যবাদ জানিয়ে সেই খবর জানান পরিচালক প্রযোজক কর্ণ। এই ছবির হাত ধরে দীর্ঘ ৭ বছর পর পরিচালনায় ফিরছেন কর্ণ। ফলে স্বাভাবিকভাবেই শ্যুটিং শেষ হতে আবেগঘন পরিচালক। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংহ, আলিয়া ভট্ট, ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমিকে। এদিন সেট থেকে একগুচ্ছ ছবি পোস্ট করে কে জো দীর্ঘ ক্যাপশনে লেখেন, '৭ বছর হয়ে গেল আমার শেষ ছবি পরিচালনার...' 'আমি একটা ছবির সফর শুরু করি যার কাজ আমাকে মাঝপথে বন্ধ করে দিতে হয় একাধিক কারণের জন্য' 'এবং তারপর বাস্তব জীবনের সূত্র ধরেই আমার কাছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র জীবাণুটা আসে।' তাঁর পোস্ট করা একাধিক ছবিতে, দেখা মেলে সিনেমার বেশিরভাগ কলাকুশলীদের। একটি ছবিতে কর্ণের সঙ্গে আলিয়া ও রণবীরকে পুজো করতে দেখা যায় সেটে। কোথাও শ্যুটিংয়ের মাঝে ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমিকেও দেখা যায়। ইশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান ও সুমিত রায়ের লেখা 'রকি অউর রানি কি প্রেম কাহানি' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৮ জুলাই।