রান্না ঘরে থাকা জিনিস দিয়েই সহজেই তৈরি করা যায় ফেস প্যাক। কেমিক্যাল মুক্ত উপাদান ব্যবহারে স্বাস্থ্যোজ্জ্বল হয় ত্বক।

কোন কোন উপাদান রয়েছে এই তালিকায়?

এক টেবিল চামচ বেসন, এক চা চামচ মিল্ক ক্রিম, হলুদ গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করা যায়।

একটা বাটিতে মধু এবং লেবু মেশাতে হবে। ভাল করে মিশিয়ে ১০ মিনিট মুখে মেখে ধুয়ে ফেলতে হবে।

দুধ এবং গোলাপ জলের সঙ্গে ওট মিল মেশাতে হবে। নরম হয়ে গেলে তা মুখে মাখতে হবে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে

দুধের সঙ্গে কফি মেশাতে হবে। মুখে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।


অর্ধেক টম্যাটো থেকে রস বের করে তাতে নারকেল তেল মেশাতে হবে। ভাল করে মুখে মেখে ৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।

একটা ডিমের সঙ্গে লেবুর রস, হলুদ গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করা যায়। এই প্যাক অতিরিক্ত তেল বেরোতে দেয় না।