Image Source: pixabay

ফেসবুক, এখন যা মেটা নামেই পরিচিত। একটি জনপ্রিয় ফিচার আপডেট করেছে। নাম থ্রিডি অবতার।

Image Source: Getty

ফেসবুক, মেসেঞ্জার ও ইন্সটাগ্রাম, তিনটি জায়গাতেই এই ফিচার ব্যবহার করা যাবে।

Image Source: Getty

ফেসবুকে কীভাবে ব্য়বহার করবেন? প্রথমে ফোনের ফেসবুক অ্যাপে গিয়ে মেনুতে যান।

Image Source: Getty

তারপর সেখানে অবতার অপশন পাবেন, সেখানে 'Edit your Avatar' অপশনে ক্লিক করুন

Image Source: pixabay

সেখানই পাবেন নিজের থ্রিডি অবতার তৈরি করার একাধিক অপশন, সেটা দেখেই তৈরি করুন।

Image Source: pixabay

তৈরি হয়ে গেলে ফেসবুকে রয়েছে শেয়ারের অপশনও।

Image Source: pixabay

ফেসবুকে গিয়ে থ্রিডি অবতার বানিয়ে সেটা মেটার অন্য় প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম-মেসেঞ্জারে  ব্যবহার করা যাবে।

Image Source: pixabay

আগেই বিশ্বের বিভিন্ন দেশে এই ফিচার এনেছিল মেটা। এবার ভারতেও আনা হল।