আপনার কম্পিউটার বা ল্যাপটপ অনেকদিনের পুরনো হয়ে গেলে ডিভাইস গরম হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। কম্পিউটার বা ল্যাপটপের কুলিং সিস্টেম যদি সঠিকভাবে কাজ না করে তাহলেও গরম হতে পারে ডিভাইস। এক্ষেত্রে কম্পিউটার বা ল্যাপটপে থাকা ফ্যান ঠিকভাবে কাজ করে না। ফলে দীর্ঘক্ষণ ব্যবহারের পর ডিভাইসের ভিতর থেকে সঞ্চিত তাপ সঠিকভাবে বেরোতে পারে না। কম্পিউটার বা ল্যাপটপে একনাগাড়ে অনেকক্ষণ গান শুনলে, সিনেমা-ভিডিও দেখলে ডিভাইস গরম হয়ে যেতে পারে। একটানা অনেকক্ষণ গেম খেললেও আপনার কম্পিউটার বা ল্যাপটপ গরম হয়ে যেতে পারে। বিছানার উপর বা কোলে ল্যাপটপ রেখে কাজ করলে অল্প সময়েই ডিভাইস গরম হয়ে যায়। ল্যাপটপ বা কম্পিউটারের ফ্যান অর্থাৎ কুলিং সিস্টেম ঠিকভাবে কাজ না করলে আলাদা করে ফ্যান কিনে নেওয়া প্রয়োজন। একটানা অনেকক্ষণ ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার না করে মাঝে মাঝে বিরতি দিন ডিভাইসকে। বিছানা, বালিশ অত্যাদির উপর ল্যাপটপ রেখে ব্যবহার না করাই ডিভাইসের জন্য মঙ্গলের।