কৈশোর থেকে চেনাশোনা, ১৮ বছরের দাম্পত্য এবার বিয়ে ভাঙছে অভিনেতা ফারদিন খানের! একবছর ধরেই নাকি আলাদা থাকছেন দু'জন! পারস্পরিক সম্মতিতেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত! শীঘ্রই আইনি প্রক্রিয়া শুরু হবে বলে খবর ফিরোজ খানের ছেলে ফারদিন, নাতাশা মুমতাজের মেয়ে কঠিন সময়েও ভাঙেনি তাঁদের মজবুত সম্পর্ক কিন্তু গত এক বছরে নাকি পাল্টে গিয়েছে সমীকরণ! দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন ফারদিন তার পরই সামনে এল বিবাহবিচ্ছেদের খবর