'ক্য়াসানোভা', 'ব্যাডবয়', কুখ্যাতির অন্ত ছিল না অতীত পিছনে ফেলে এখন 'ফ্য়ামিলি ম্যান' সঞ্জয় দত্ত স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে মুম্বইয়ে নতুন জীবন তাঁর আগের পক্ষের মেয়ে ত্রিশলাও জড়িয়ে গিয়েছেন তাঁদের সঙ্গে পরিবারের সঙ্গেই এবার জন্মদিন পালন করবেন সঞ্জয় তার আগে বিশেষ শুভেচ্ছাবার্তা স্ত্রী মান্যতা দত্তের সঞ্জয়কে জীবনের 'সেরা প্রাপ্তি' বলে উল্লেখ মান্যতার অনুভূতি ভাষায় প্রকাশ অসম্ভব, ইনস্টাগ্রামে লিখলেন সঞ্জয়-জায়া নতুন উচ্চতায় পৌঁছন সঞ্জয়, জন্মদিনে স্বামীর জন্য কামনা জীবনের অংশ হতে পেরে ধন্য, অকপট মান্যতা