বার্বি থিমে মজে টলিউডও। সোশ্যাল মিডিয়ায় গোলাপি পোশাকে সেজে ফটোশ্যুট সারলেন ঋতাভরী চক্রবর্তী।



হলিউডে সদ্য মুক্তি পাওয়া রায়ান গজ়লিং অভিনীত ছবি 'বার্বি' এখন চর্চার কেন্দ্রে



সদ্য করা ফটোশ্যুটে ঋতাভরী যেন টলিউডের বার্বি, তাঁর ছবি দেখে প্রশংসায় মজেছে নেটদুনিয়া।



সদ্য নিজের প্রথম ওয়েব সিরিজের শ্যুটিং শেষ করেছেন দেব, নাম নন্দিনী।



এর আগে লন্ডনে ছবির শ্যুটিং শেষ করে সদ্যই দেশে ফিরেছিলেন ঋতাভরী।



লন্ডনে থাকাকালীনই জন্মদিন পড়ে ঋতাভরীর তাই এবারের জন্মদিন পালন হয় বিদেশের মাটিতেই।



তবে শ্যুটিং শেষ করে ঋতাভরী স্কুলে এসেছিলেন তাঁর স্কুলের খুদেদের সঙ্গে জন্মদিন উদযাপন করতে।



নন্দিনী ওয়েব সিরিজে একজন অন্তঃসত্তা নারীর ভূমিকায় দেখা যাবে ঋতাভরীকে।



অন্যদিকে মৈনাক ভৌমিকের নতুন ছবির মুখ্যভূমিকাতেও দেখা যাবে ঋতাভরীকে।



ঋতাভরীর এই ফটোশ্যুট প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়।