আজ মুক্তি পেয়েছে রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিটি। জেনে নিন এই ছবির কিছু অজানা গল্প



এই ছবিটি কাল্পনিক নয়, বাবার মুখে প্রথম এই গল্প শুনেছিলেন কর্ণ জোহর



গতবছর আলিয়া-রণবীরের এই ছবি মুক্তির কথা থাকলেও, করোনার কারণে পিছিয়ে গিয়েছিল ছবির কাজ।



মেয়ে রাহার জন্মের পরে মাত্র ৪ মাসের মধ্যে এই ছবির জন্যই পুরনো চেহারায় ফিরেছিলেন আলিয়া।



এই ছবির সহকারী পরিচালকের আসনে রয়েছেন সইফ পুত্র ইব্রাহিম আলি খান



মস্কো ও রাশিয়া থেকে শুরু করে, দিল্লি, মুম্বই, কাশ্মীর, একাধিক জায়গায় হয়েছে এই ছবির গানের শ্যুটিং।



শোনা যায়, এই ছবিতে টোটার চরিত্রে অভিনয় করার কথা ছিল শাশ্বত চট্টোপাধ্যায়ের।



এই ছবিতে রোম্যান্স করতে দেখা যাবে ধর্মেন্দ্র ও শাবানা আজমিকে।



এই ছবিতে রণবীরের অভিনয় সবচেয়ে প্রাণোচ্ছল বলে প্রশংসিত হয়েছে দর্শকদের মধ্যে



এই ছবি বক্সঅফিসে কতটা সাফল্য দেয় সেটা সময়ের অপেক্ষা