সোমবার ভারতীয় সময় মধ্যরাত পেরলেই বিশ্বকাপে মহারণ। শেষ ষোলোর ম্যাচে নামছে ব্রাজিল

প্রতিপক্ষ কোরিয়া প্রজাতন্ত্র

কোরিয়া প্রজাতন্ত্রের বিরুদ্ধে এখনও অপরাজিত ব্রাজিল

মোট চারবার দুই দল মুখোমুখি হয়েছে

ব্রাজিল জিতেছে ২ ম্যাচ। ২ ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে

ব্রাজিলের ম্যাচ ঘিরে কাতারে মানুষের গণউন্মাদনা। মরুদেশ সাম্বার ছন্দে ঝলমল করছে

শহরের বিভিন্ন জায়গা থেকে স্টেডিয়ামমুখী জনতা। বেশিরভাগেরই পরনে ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি

এই ম্যাচ জিতলে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবেন রিচার্লিসনরা

ম্যাচে চোট সারিয়ে মাঠে নামছেন নেমার। তাঁকে দেখা যাবে নতুন হেয়ারস্টাইলে

ব্রাজিলের গোটা দলই রয়েছে দুরন্ত ছন্দে