কোচ ফার্নান্দো স্যান্তোসের সঙ্গে সংঘাত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্যুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম দলে ছিলেন না রোনাল্ডো ম্যাচের ৭৩ মিনিটে নামেন পরিবর্ত হিসাবে একটি গোলও করেন, যদিও অফসাইডের জন্য তা বাতিল হয় রোনাল্ডোর পাশে দাঁড়ালেন বান্ধবী জর্জিনা রদ্রিগেজ সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, বিশ্বের সেরা ফুটবলারের খেলা ৯০ মিনিট উপভোগ করতে না পারাটা লজ্জার জর্জিনা লিখেছেন, ভক্তরা এখনও রোনাল্ডোর নামে জয়োধ্বনি করছেন কোচের সঙ্গে রোনাল্ডোর সংঘাত মিটবে বলেও আশাবাদী জর্জিনা রোনাল্ডোর পরিবর্ত হিসাবে নেমে হ্যাটট্রিক করেছেন রামোস মরক্কোর বিরুদ্ধে শেষ আটের ম্যাচে কি শুরু থেকে খেলবেন সি আর সেভেন? নাকি ফের রামোসের ওপর ভরসা রাখবেন স্যান্তোস? (ছবি - IANS, Instagram)