অবশেষে মুক্তি পাচ্ছে বনি সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'জতুগৃহ'

এই ছবিতে নজর কেড়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের লুক, একজন ফাদারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পায়েল সরকার। সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে দেখা মিলল তাঁরও।

এই ছবিতে প্রথম অভিনয় করেছেন পিয়ালি চট্টোপাধ্যায়, বনির বিপরীতে দেখা যাবে তাঁকে।

ছবিটি পরিচালনা করছেন সপ্তার্শ বসু, হরর এই থ্রিলারের ট্রেলারটিও বেশ গা ছমছমে।

ছবিটি প্রযোজনা করেছেন রক্তিম চট্টোপাধ্যায়। এই ছবিটি ছাড়াও আগামীতে 'মির্জা' ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন তিনি

ছবির শ্যুটিং হয়েছে কালিম্পং ও কলকাতায়, পরমব্রত একজন চার্চের ফাদার।

সাইকো-হরর ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় । ছবিতে তাঁর চরিত্র একজন চার্চের ফাদারের

ছবিতে বনি হোটেল ম্যানেজার । পরিচালকের কথায়, বনির চোখ দিয়ে দর্শকেরা পুরো গল্প দেখবেন ।

চলতি বছরেই দীপাবলির পরে মুক্তি পাওয়ার কথা এই ছবির