Image Source: কার্তিক আরিয়ানের ইনস্টাগ্রাম

পর্দায় তিনি অনেক কিছু করতে পারেন। তাই বলে বাস্তবেও প্লেনের 'ইকোনমি ক্লাসে' চড়ে বসলেন কার্তিক আরিয়ান?

যোধপুর থেকে মুম্বই ফেরার পথে ইকোনমি ক্লাসে টিকিট বুক করে ভক্তদের তাক লাগিয়ে দেন 'রুহ বাবা'।

কার্তিক আরিয়ানের সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এত বড় তারকা হয়েও ইকোনমি ক্লাসে সফর? ভক্তরা বলছেন, 'মাটির মানুষ কার্তিক।'

ভক্তদের সকলের দিকে তাকিয়ে নিরন্তর হেসে গিয়েছেন কার্তিক।

সকলের শুভেচ্ছাবার্তা আন্তরিক ভাবে গ্রহণ করেছেন।

বিমানের মধ্যে তখন চাঞ্চল্য, ছবি, ভিডিও এবং সেলফির আবদার।

'ভুলভুলাইয়া টু'-তে 'রুহ বাবা'-র ভূমিকায় দর্শকরা বেশ পছন্দ করেছেন কার্তিককে।

এবার 'শেহজাদা' ছবিতে দেখা যাবে তাঁকে।

'সত্যপ্রেম কি কথা' শীর্ষক আরও একটি ছবি আসছে কার্তিকের। সেখানে তাঁর বিপরীতে থাকার কথা কিয়ারা আদবানির।