পরিবারে বলিউড যোগ থাকলেও নিজের প্রতিভার জোরে অভিনয় জগতে ঝলমল করে উঠেছিলেন করিনা কপূর। আজ তাঁর জন্মদিন।

ডাক না বেবো, ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর মুম্বইতে জন্ম হয় করিনার। বাবা রণধীর কপূর ও মা ববিতার কনিষ্ঠ সন্তান করিনা।

দিদি করিশ্মা কপূরও একসময় বলিউডের প্রথম সারির নায়িকা ছিলেন। ১৯৯১ সালে অভিনয় জগতে পা রাখেন করিনা।

মুম্বই ও দেহরাদুনে পড়াশোনা করেছেন করিনা। কিন্তু কলেজের প্রথম বর্ষেই পড়াশোনা ছেড়ে অভিনয়ে মন দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

'টসন' ছবির শ্যুটিং করতে গিয়ে সেফ আলি খানের সঙ্গে সম্পর্কে জড়ান করিনা। তাঁদের বিয়েও হয়।

পরিবারের সঙ্গে বলিউডের যোগ থাকলেও, বলিউডে পা রাখার পথ সহজ ছিল না করিনার জন্য। মেয়ে সিনেমায় অভিনয় করুক চাননি বাবা রণধীর

মায়ের কাছেই বড় হয়েছেন করিনা। তাঁকে বড় করার জন্য বিভিন্ন চাকরি করতেন মা ববিতা।

ছোটবেলার বেশিরভাগটাই বাবার থেকে দূরে ছিলেন করিনা, তাও বেবোর দাবি, তাঁর বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর বাবার।

এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছেন, পড়াশোনার দিকে কখোনোই আগ্রহ ছিল না তাঁর। ছোটবেলা থেকে অভিনয়ই ছিল তাঁর ধ্যানজ্ঞান।

প্রথম বর্ষের পরে আর পড়াশোনা চালাতে চাননি করিনা। পরে অবশ্য তিনি নিজের এই সিদ্ধান্তের জন্য আফশোসও করেছেন।