প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব , ৪০ দিনেরও বেশি সময় ধরে চলছিল জীবন মরণ লড়াই।
নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে এগিয়েছে তাঁর জীবন।
কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের আসল নাম সত্য প্রকাশ শ্রীবাস্তব
২০০৫ সালে কমেডি শো 'গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ'-এ অংশগ্রহণ করে সকলকে চমকে দেন তিনি।
তিনি এই জগতে পা রাখার জন্য কয়েক দশক ধরে সংগ্রাম করেছেন, এই গল্প অনেকের কাছেই অজানা।
রাজু শ্রীবাস্তব অনিল কাপুরের জনপ্রিয় ছবি তেজাব (1988)-এ কাজ করেছিলেন।
'গজধর'-এই নামে বেশ জনপ্রিয়, একটি মজার চরিত্র তিনি তৈরি করেন নিজের জন্য।
রাজু 'ম্যায়নে প্যার কিয়া', 'বাজিগর' -এ অভিনয় করোন
'আমদানি আট্থান্নি খারচা রুপইয়া' সহ কয়েকটি বলিউডি ছবিতে ছোট রোলে কাজ।
পেট চালাতে অটো চালানোকেই পেশা হিসেবে বেছে নেন।
শুরুতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হাসানোর জন্য ডাক পেতে থাকেন।
কখনও ৫০, কখনও আবার ৮০ টাকা রোজ গার হত শো করে