কিষাণ বিকাশ পত্র, পোস্ট অফিস সেভিংস স্কিম ও সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে বিনিয়োগকারীদের জন্য সুখবর।

অর্থ মন্ত্রক ২০২২-২৩ অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিকের জন্য এই সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বৃদ্ধির ঘোষণা করেছে। তবে, PPF সুকন্যা সমৃদ্ধি যোজনা ও NSC-তে সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি।

কিষাণ বিকাশ পত্রের সুদের হার ৬.৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে। আগে কিষাণ বিকাশ পত্রের ম্যাচিউরিটি পিরিয়ড ছিল ১২৪ মাস।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার ৭.৪ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৬ শতাংশ করা হয়েছে।

মাসিক আয় অ্যাকাউন্ট প্রকল্পে এখন ৬.৬ শতাংশের পরিবর্তে ৬.৭ শতাংশ সুদ পাওয়া যাবে।

পোস্ট অফিস দুই বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে এখন ৫.৫ শতাংশের পরিবর্তে ৫.৭ শতাংশ সুদ পাবেন বিনিয়োগকারী।

পাশাপাশি ৫.৫ শতাংশের পরিবর্তে ৩ বছরের স্থায়ী আমানত প্রকল্পে ৫.৮ শতাংশ সুদ দেওয়া হবে। এক বছরের স্থায়ী আমানতের সুদের হারে কোনও পরিবর্তন হয়নি, যা ৫.৫ শতাংশই রয়েছে।

ছাড়াও, পাঁচ বছরের ডিপোজিট স্কিমেও ৫.৮ শতাংশ সুদের হারে কোনও পরিবর্তন হয়নি।

যদিও অর্থমন্ত্রক অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট প্রকল্পের সুদের হারে কোনও পরিবর্তন করেনি।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) ৭.১ শতাংশ সুদ, NSC অর্থাৎ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ৬.৮ শতাংশ, সুকন্যা সমৃদ্ধি যোজনা ৭.৬ শতাংশ সুদ পাওয়া যাবে আগের মতোই।