রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ঘোষণা হতেই দুরন্ত গতি দেখাল ভারতীয় শেয়ার বাজার। এদিন ট্রেডিং সেশনের শেষে নিফটি ও সেনসেক্সে দারুণ গতি দেখিয়েছে বুলস।
RBI-এর রেপো রেট 50 বেসিস পয়েন্ট বৃদ্ধি সত্ত্বেও এদিন দেশের স্টক মার্কেটে কেনাকাটা ফিরে এসেছে। যে কারণে দুর্দান্ত গতিতে বন্ধ হয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ।
নিফটি ব্যাঙ্ক 984 পয়েন্ট 2.61 শতাংশ বেড়ে 38,631 পয়েন্টে বন্ধ হয়েছে। আইটি, অটো, ফার্মা, মেটাল, এনার্জি, কনজিউমার ডিউরেবলস, তেল ও গ্যাস খাতের শেয়ারও বেড়েছে।
মিড-ক্যাপ ও স্মল-ক্যাপ স্টকগুলিও তীব্র গতি দেখিয়ে দৌড়থামিয়েছে। নিফটির 50টি স্টকের মধ্যে 41টি স্টক সবুজে বন্ধ হয়েছে। সেখানে 9টি শেয়ার লালে বন্ধ হয়েছে।
পাশাপাশি 30টি সেনসেক্সের স্টকগুলির মধ্যে, 25টি স্টক গতি দেখিয়ে বন্ধ হয়েছে। যেখানে 5টি শেয়ার লালে ছুট থামিয়েছে৷
HINDALCO 391.90 5.58
BHARTI ARTL 799.60 4.57
INDUSIND BK 1,188.00 4.01
BAJ FINANCE 7,340.10 3.31
BAJAJ FINSV 1,689.00 3.25
ADANI ENT 3,440.00 -0.88
DRREDDY 4,324.85 -0.82
CIPLA 1,110.00 -0.52
COAL INDIA 212.85 -0.49
APOLLO HOSP 4,374.00 -0.40