এবার থেকে আধার কার্ড না থাকলে কোনও সরকারি সুবিধা পাবেন না আপনি।
সম্প্রতি এই নিয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। জেনে নিন, ঠিক কী বলেছে কেন্দ্র।
UIDAI এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে সব কেন্দ্রীয় মন্ত্রক ও রাজ্য সরকারগুলিকে একটি সার্কুলার পাঠানো হয়েছে।
এই বিজ্ঞপ্তি অনুসারে, এখন সরকারি পরিষেবা বা কোনও সুবিধার জন্য আধার কার্ড বাধ্যতামূলক।
সেই ক্ষেত্রে যদি কোনও ব্যক্তির আধার নম্বর না থাকে, তবেই এই সমস্ত কাজ সম্পূর্ণ হবে না।
UIDAI জানিয়েছে, যে দেশের ৯৯ শতাংশের বেশি প্রাপ্তবয়স্কদের আধার নম্বর দেওয়া হয়েছে।
এবার থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পরিষেবা সুবিধা বা ভর্তুকি পেতে আধার কার্ড নম্বর বা আধার কার্ড তালিকাভুক্তির পরিচয় প্রমাণ দেশবাসীর কাছে অবশ্যই থাকতে হবে।