সুকন্যা সমৃদ্ধির যোজনার নিয়মে বড়সড় পরিবর্তন করল সরকার। এবার থেকে তৃতীয় কন্যার জন্যও খোলা যাবে এই অ্যাকাউন্ট।

আগে কোনও ব্যক্তির দুই কন্যার জন্যই এই অ্যাকাউন্ট খোলার সুবিধা দিত সরকার। তবে কেবল কিছু ব্যতিক্রমী ক্ষেত্রেই এই সুবিধা পাবেন বাবা-মা।

যদি কোনও ব্যক্তির প্রথম সন্তানের মধ্যে একটি কন্যা থাকে ও দ্বিতীয়বার যমজ কন্যার জন্ম হয়, তবে সরকার তিন মেয়েকেই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলার অনুমতি দেবে।

সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে আপনি ৭.৬ শতাংশ সুদ পাবেন।

এই স্কিমে আপনি যদি কন্যা সন্তানের জন্মের পর পরপর ১৪ বছর ধরে সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনাকে প্রতি মাসে একটি অ্যাকাউন্টে ১২৫০০ টাকা দিতে হবে।

এর পরে আপনার মোট বিনিয়োগের পরিমাণ হবে ২২.৫০ লক্ষ টাকা। যা কন্যা সন্তানের ২১ বছর পরে ৬৩.৬৫ লক্ষ টাকা হয়ে যাবে।

এতে আপনি মোট ৪১.১৫ লাখ টাকার সুদের সুবিধা পাবেন। এটি আপনার বিনিয়োগের পরিমাণের প্রায় তিনগুণ হবে।

সব মিলিয়ে ২১ বছরের স্কিমের মেয়াদ হলেও ১৫ বছর টাকা দিতে হয় সুকন্যা সমৃদ্ধি যোজনায় । বাকি ৬ বছর টাকা না দিলেও ইন্টারেস্ট পেয়ে যাবেন আপনি।

এই মুহূর্তে সবথেকে বেশি ৭.৬ শতাংশ সুদ দেওয়া হচ্ছে পোস্ট অফিসের এই স্কিমে।

২০১৫ সালে মূলত কন্যাদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই যোজনা শুরু করে কেন্দ্রীয় সরকার। মেয়েদের বিয়ে ও পড়াশোনার জন্য এই বেশি সুদের স্কিম আনে কেন্দ্র।