সরকারি এই চাকরিতে পেতে পারেন সবথেকে বেশি বেতন ছাড়াও অন্যান্য অনেক সুবিধে। জেনে নিন,কোন কোন চাকরিতে রয়েছে বেসরকারি কোম্পানির মতো বেতন।

বর্তমানে প্রাইভেট চাকরিতেও ভাল অর্থ ও সুযোগ-সুবিধা পাওয়া যায়। যদিও চাকরির নিরাপত্তার কথা ভেবে এখনও অনেকে সরকারি বিভাগেই কাজ করতে পছন্দ করেন।

আপনি কি জানেন আমাদের দেশের কোন পাঁচটি সরকারি চাকরিতে সর্বোচ্চ বেতন পাওয়া যায়।

ইন্ডিয়ান ফরেন সার্ভিসে নির্বাচিত প্রার্থীরা ভাল বেতন ও অনেক সুবিধা সহ বিদেশে থাকার সুযোগ পান। তারা তাদের জীবনের দুই-তৃতীয়াংশের থেকে বেশি সময় বিদেশে কাটান।

ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS) এঁদের বেতন সাড়ে তিন থেকে সাড়ে চার লাখ টাকা হয়।এঁরা সকলেই এ গ্রেডের বেতন পান ও বিদেশে থাকার জন্য বাড়ি, গাড়ি, বিনামূল্য়ে চিকিৎসা পেয়ে থাকেন।

আইএএস ও আইপিএস

এঁদের প্রাথমিক বেতন মাসে ৫০ হাজার টাকা প্লাস ডিএ হয়, যা পরবর্তীতে প্রতি মাসে ২.৫ থেকে ৩.৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

প্রতিরক্ষা বিভিগে চাকরি

প্রতিরক্ষা এমন একটি ক্ষেত্র যেখানে অ্যাডভেঞ্চার ও ঝুঁকি জড়িত তাকে। তবে এতে ভাল বেতনও পাওয়া যায়। এদের নির্বাচন NDA, CDS, AFCAT এর মতো পরীক্ষার মাধ্যমে হয়।

বেতন-ভাতা পদের উপর নির্ভর করলেও প্রাথমিক স্তরে তারা মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা প্লাস ডিএ পান।

ISRO, DRDO-র বিজ্ঞানী

ISRO, DRDO ও BARC-এর মতো সংস্থাগুলি বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার নিয়োগ করে থাকে। এখানে মূল বেতন ৫৫,০০০ থেকে ৬০,০০০ পর্যন্ত হতে পারে।

আরবিআই গ্রেড বি (RBI)

ব্যাঙ্কিং ক্যারিয়ার শুরু করার জন্য আরবিআই গ্রেড বি সেরা পোস্ট। এখান থেকে প্রার্থীরা ডেপুটি গভর্নর পদে পৌঁছতে পারবেন। তাদের বার্ষিক CTC ১৮ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।