সঞ্চয় করতেই হবে। তার জন্য বিভিন্ন উপায় রয়েছে। তার মধ্য়েই অন্যতম সেভিংস অ্যাকাউন্ট সঞ্চয়ের একেবারে প্রথম ধাপ। বিমা প্রিমিয়াম, মিউচুয়াল ফান্ড প্রিমিয়াম, রেকারিং অ্যাকাউন্ট জমা- সবার জন্য একটি অন্তত সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে একজন ব্যক্তি একাধিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারেন। তাতে কোনও বাধা নেই। কিন্তু সেটা কি প্রয়োজন? এখন অধিকাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখতে হয়। ফলে যত বেশি সেভিংস অ্যাকাউন্ট তত বেশি মিনিমাম ব্যালেন্স- যা আদতে তুলতে পারবেন না। এছাড়া অ্যাকাউন্ট মেইনটেন্যান্সের জন্য, এটিএম কার্ডের জন্য টাকা কাটে। অকারণে সেগুলো খরচ করার মানে হয় না। এক একজনের আর্থিক পরিকল্পনা ও প্রয়োজনীয়তা আলাদা হয়। তার উপর নির্ভর করেই সেভিংস অ্যাকাউন্টের সংখ্যা নির্ধারণ করতে পারেন। অন্তত ৩টি অ্যাকাউন্ট করা যায়। একটি তৈরি হবে যাবতীয় প্রিমিয়াম, ইএমআই এবং মাসিক সঞ্চয়ের জন্য। অর্থাৎ সেখান থেকেই টাকা কাটা হবে। একটি সেভিংস অ্যাকাউন্ট প্রয়োজন টাকা জমানোর জন্য। আপৎকালীন ফান্ড হিসেবে এখানেই একটু একটু করে জমাতে থাকুন বড় রাশির জন্য। আর একটি অ্যাকাউন্ট করতে পারেন, সংসার খরচ, সন্তানের পড়াশোনা এবং নানাবিধ খরচের জন্য। ওখানে হিসেব করে যে টাকা রাখবেন তা থেকেই এই খরচগুলো করবেন। সঞ্চয়ের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট রুলবুক নেই। ব্যক্তির উপর নির্ভর করে কে কীভাবে এবং কতটা জমাতে পারবে। ফলে নিজের প্রয়োজন অনুযায়ী সেটা সাজান।