SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট onlinesbi.com-এ যান। ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দিয়ে SBI-এর ইন্টারনেট ব্যাঙ্কিং পোর্টালে লগ ইন করুন।

ই-পরিষেবা বিভাগে যান ও এটিএম কার্ড পরিষেবা বিকল্পে ক্লিক করুন। তারপর ব্লক ATM কার্ড অপশনে ক্লিক করুন।

আপনি ব্লক করতে চান এমন ATM কাম ডেবিট কার্ডের সাথে লিঙ্ক করা অ্যাকাউন্টটি নির্বাচন করুন।

এখানে আপনি সব ব্লক ও সক্রিয় কার্ডের তালিকা দেখতে পাবেন। তালিকাতে ডেবিট কার্ডের প্রথম ও শেষ চারটি সংখ্যা দেখাবে।

অ্যাকাউন্ট ধারক যে কার্ডটি ব্লক করতে চান, তা নির্বাচন করুন।এবার এখানে কারণ উল্লেখ করুন। যদি এটি হারিয়ে যায় বা চুরি হয় তাহলে সাবমিট অপশনে ক্লিক করুন।

এবার কনফার্ম করার আগে আপনাকে সব প্রয়োজনীয় তথ্য যাচাই করতে হবে।এই পর্বে রিকোয়েস্ট মোড নির্বাচন করুন ও একটি OTP নম্বর বেছে নিন





একবার SBI ATM ডেবিট কার্ড ব্লক হয়ে গেলে অ্যাকাউন্ট হোল্ডার SMS এর মাধ্যমে একটি টিকিট নম্বর পাবেন।

এইভাবে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে স্টে ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্লক করতে পারবেন।

এ ছাড়াও SMS-এর মাধ্যে ডেবিট কার্ড ব্লক করার সুবিধা রয়েছে।

Thanks for Reading. UP NEXT

কীভাবে পোর্ট করবেন মোবাইল নম্বর?

View next story