ফোনের নম্বর পোর্ট করতে চাইছেন? রয়েছে কিছু সহজ উপায়।

সবার আগে বেছে নিন সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ যাদের কানেকশন আপনি নিতে চান, সেই সংস্থাকে।

TRAI- এর একটি নম্বর রয়েছে ১৯০০, এখানে মেসেজ পাঠিয়েই হবে আসল কাজ।

উল্লিখিত নম্বরে PORT লিখে এবং ১০ ডিজিটের মোবাইল নম্বর লিখে মেসেজ পাঠাতে হবে।

এরপর আপনার কাছে একটি কোড সমেত মেসেজ আসবে।

ফোন নম্বর পোর্ট করার এই কোড ১৫ দিন ভ্যালিড বা উপলব্ধ থাকবে।

এবার বাড়ির কাছের দোকানে বা সার্ভিস প্রোভাইডারের শোরুমে যেতে হবে।

আপনি পোর্ট করতে চান জানালে যাবতীয় ফর্ম ওরাই ফিলআপ করে দেবে।

সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি আর সেলফ অ্যাটেসটেড আইডি প্রুফ রাখতে হবে।

নথি জমা দেওয়ার পর নতুন সিম নিন। পোর্ট হতে ৭ থেকে ১৫ দিন সময় লাগতে পারে।