কীভাবে UAN নম্বর জানবেন? রইল সহজ পদ্ধতি প্রথমে epfindia.gov.in-এর সাইটে যান এবার ‘Know Your UAN’ লিঙ্কে ক্লিক করুন নিজের মোবাইল নম্বর দিন। তার পর ক্যাপচা কোডটি ফিল করুন মোবাইল নম্বর ভেরিফাই করতে আপনার কাছে ওটিপি পাঠানো হবে। ওটিপি নির্দিষ্ট জায়গায় লিখুন। এর পর ক্যাপচা দিন। এবার নিজের নাম/জন্মতারিখ/মোবাইল নম্বর /মেম্বার আইডি দিতে হবে। সেটি দেওয়ার পর আবার ক্যাপচা কোড দিতে হবে। কোডটি দিলেই ‘show my UAN’ অপশনটি দেখাবে তাতে ক্লিক করলেই পাবেন আপনার UAN নম্বর