বাড়িতে গ্যাসের সিলিন্ডার ডেলিভারি দিতে এলে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে।
Image Source- PTI


সবার আগে দেখে নিন গ্যাস সিলিন্ডারের সিল ঠিকভাবে লাগান আছে কিনা। সেফটি ক্যাপটিও পরীক্ষা করে নিন।



সেফটি ক্যাপ ভাঙা বা ঠিকমত লাগান না থাকলে গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটতে পারে।



অনেক ক্ষেত্রে সিলিন্ডারের গায়ে লেখা ডিউ ডেট আর আইএসআই চিহ্ন দেখে নেওয়া জরুরি।



গ্যাস সিলিন্ডারের কাছাকাছি কোনওরকম দাহ্য পদার্থ রাখবেন না।



গ্যাস লিকেজ যাতে না হয় সেজন্য গ্যাস সিলিন্ডার সেট করার সময় ওভেনের সমস্ত নব বন্ধ রাখা দরকার।



ডেলিভারি ম্যানের থেকে সিলিন্ডারের ওজন পরীক্ষা করে নেওয়া দরকার।
গ্যাস সহ সিলিন্ডারের ওজন হতে হবে ২৯.৫ কেজি।


গ্যাস লাগানোর সময় ওভেনের নব এবং গ্যাস সিলিন্ডার রেগুলেটরের নব যেন বন্ধ থাকে।



বাড়িতে গ্যাস দিয়ে গেলে সেটিকে সবসময় সোজাভাবে দাঁড় করিয়ে রাখবেন।



পুরনো খালি সিলিন্ডারেও যেন সেফটি ক্যাপ আটকানো থাকে ভালমত।