চাকরি করার সময় বেতন থেকেই কিছু টাকা কেটে প্রতি মাসে জমা হয় পিএফ অ্যাকাউন্টে। জমানো টাকার উপর সুদও পাওয়া যায়।
ABP Ananda

চাকরি করার সময় বেতন থেকেই কিছু টাকা কেটে প্রতি মাসে জমা হয় পিএফ অ্যাকাউন্টে। জমানো টাকার উপর সুদও পাওয়া যায়।
ছবি- পিটিআই


কিন্তু বহুদিন যদি পিএফ অ্যাকাউন্ট বন্ধ থাকে, লেনদেন না হয়; তাহলে জমানো টাকা কী ডুবে যাবে ?
ABP Ananda

কিন্তু বহুদিন যদি পিএফ অ্যাকাউন্ট বন্ধ থাকে, লেনদেন না হয়; তাহলে জমানো টাকা কী ডুবে যাবে ?
ছবি- পিটিআই


EPFO জানিয়েছে দীর্ঘ তিন বছর যদি কোনও ব্যক্তির পিএফ অ্যাকাউন্টে লেনদেন না হয় সেক্ষেত্রে সেটি 'ডরম্যান্ট' হিসেবে ধরা হয়।
ABP Ananda

EPFO জানিয়েছে দীর্ঘ তিন বছর যদি কোনও ব্যক্তির পিএফ অ্যাকাউন্টে লেনদেন না হয় সেক্ষেত্রে সেটি 'ডরম্যান্ট' হিসেবে ধরা হয়।
ছবি- পিটিআই


তবে এই সময় জমানো টাকা অক্ষতই থাকে, কিন্তু নিয়মমাফিক সুদ জমা হয় না।
ABP Ananda

তবে এই সময় জমানো টাকা অক্ষতই থাকে, কিন্তু নিয়মমাফিক সুদ জমা হয় না।
ছবি- পিটিআই


ABP Ananda

পরে নির্দিষ্ট নিয়ম মেনে এই টাকা তুলে নেওয়া যায়। তবে তার আগে নিষ্ক্রিয় অ্যাকাউন্টকে চালু করতে হয়।
ছবি- পিটিআই


ABP Ananda

ইপিএফওর ওয়েবসাইটে 'ইনঅপারেটিভ হেল্পডেস্ক' অপশনে গিয়ে নিষ্ক্রিয় অ্যাকাউন্টের তথ্য সহ KYC জমা করতে হয় অ্যাকাউন্ট চালু করার জন্য।
ছবি- পিক্সেলস


ABP Ananda

চাকরি বদল, স্থায়ীভাবে বিদেশে থাকা, ৫৫ বছরের পর অবসরগ্রহণ ইত্যাদি ক্ষেত্রে আপনা থেকেই পিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়।
ছবি- পিক্সেলস


ABP Ananda

পুরনো কোম্পানির পিএফ অ্যাকাউন্ট নতুন কোম্পানিতে স্থানান্তর না করলেও তা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
ছবি- পিক্সেলস


ABP Ananda

৭ বছরেরও বেশি সময় অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে জমানো টাকা ইপিএফওর মাধ্যমে চলে যায় সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার ফান্ডে।
ছবি- পিক্সেলস


ABP Ananda

অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়ার ২৫ বছরের মধ্যে এই টাকা গ্রাহক অথবা নমিনি উপযুক্ত তথ্যের ভিত্তিতে ওয়েলফেয়ার ফান্ড থেকে ফেরত পেতে পারেন।
ছবি- পিক্সেলস