চাকরি করার সময় বেতন থেকেই কিছু টাকা কেটে প্রতি মাসে জমা হয় পিএফ অ্যাকাউন্টে। জমানো টাকার উপর সুদও পাওয়া যায়।
ছবি- পিটিআই


কিন্তু বহুদিন যদি পিএফ অ্যাকাউন্ট বন্ধ থাকে, লেনদেন না হয়; তাহলে জমানো টাকা কী ডুবে যাবে ?
ছবি- পিটিআই


EPFO জানিয়েছে দীর্ঘ তিন বছর যদি কোনও ব্যক্তির পিএফ অ্যাকাউন্টে লেনদেন না হয় সেক্ষেত্রে সেটি 'ডরম্যান্ট' হিসেবে ধরা হয়।
ছবি- পিটিআই


তবে এই সময় জমানো টাকা অক্ষতই থাকে, কিন্তু নিয়মমাফিক সুদ জমা হয় না।
ছবি- পিটিআই


পরে নির্দিষ্ট নিয়ম মেনে এই টাকা তুলে নেওয়া যায়। তবে তার আগে নিষ্ক্রিয় অ্যাকাউন্টকে চালু করতে হয়।
ছবি- পিটিআই


ইপিএফওর ওয়েবসাইটে 'ইনঅপারেটিভ হেল্পডেস্ক' অপশনে গিয়ে নিষ্ক্রিয় অ্যাকাউন্টের তথ্য সহ KYC জমা করতে হয় অ্যাকাউন্ট চালু করার জন্য।
ছবি- পিক্সেলস


চাকরি বদল, স্থায়ীভাবে বিদেশে থাকা, ৫৫ বছরের পর অবসরগ্রহণ ইত্যাদি ক্ষেত্রে আপনা থেকেই পিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়।
ছবি- পিক্সেলস


পুরনো কোম্পানির পিএফ অ্যাকাউন্ট নতুন কোম্পানিতে স্থানান্তর না করলেও তা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
ছবি- পিক্সেলস


৭ বছরেরও বেশি সময় অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে জমানো টাকা ইপিএফওর মাধ্যমে চলে যায় সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার ফান্ডে।
ছবি- পিক্সেলস


অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়ার ২৫ বছরের মধ্যে এই টাকা গ্রাহক অথবা নমিনি উপযুক্ত তথ্যের ভিত্তিতে ওয়েলফেয়ার ফান্ড থেকে ফেরত পেতে পারেন।
ছবি- পিক্সেলস