সম্প্রতি কলকাতায় হল মধুর ভাণ্ডারকরের আগামী ছবি 'ইন্ডিয়া লকডাউন'-এর প্রিমিয়ার। ২ ডিসেম্বর 'জি ফাইভ'-এ মুক্তি পাচ্ছে এই ছবি। অতিমারী ও দেশের জনগণের ওপর তার প্রভাব নিয়েই এই ছবিটি তৈরি করেছেন পরিচালক। চিত্রনাট্য লিখেছেন অমিত যোশী ও আরাধন সাহের। এদিন কলকাতার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন বাংলা সিনে জগতের একাধিক চেনা মুখ। ছিলেন পরিচালক নিজেও। এদিন প্রিমিয়ারে দেখা যায় পল্লবী চট্টোপাধ্যায়, জয়া শীল, টোটা রায়চৌধুরী, অরিন্দম শীল, রূপা গঙ্গোপাধ্যায়, মমতা শঙ্করের মতো তারকারা। অভিনয়ে শ্বেতা বসু প্রসাদ, অহনা কুমরা, প্রতীক বব্বর, সাই তামহাঙ্কার ও প্রকাশ বলেওয়াড়ি। ক্যামিও চরিত্রে হৃষিতা ভট্ট। ছবিতে সমান্তরাল ভাবে চলতে থাকা চারটি ভিন্ন ধারার গল্প দেখা যাবে। চরিত্ররা আচমকা অতিমারীর কারণে কীভাবে জীবনের সঙ্গে যুঝতে শুরু করে সেটাই গল্প। শ্বেতা বসু দত্তকে দেখা যাবে এক যৌনকর্মীর চরিত্রে যাঁকে অতিমারীর কারণে অনলাইনে নিজের ব্যবসা শুরু করার পন্থা শিখতে ও অবলম্বন করতে হয়। অন্যদিকে অহনা কুমরা একজন পাইলটের চরিত্রে রয়েছেন যাঁর অভ্যাস আকাশে উড়তে থাকা। ডানা কেটে ফেলার অনুভূতি পাবে সে। প্রতীক বব্বর ও সাই তামহাঙ্কারকে পরিযায়ী শ্রমিকের চরিত্রে দেখা যাবে। উছে আসবে তাঁদের দুর্দশার কথা। শেষ গল্পে রয়েছেন প্রকাশ বলেওয়াড়ি যিনি বৃদ্ধ এবং মেয়ের থেকে আলাদা অন্য শহরে থাকেন। করোনায় আমরা সকলেই প্রায় এমন কোনও না কোনও পরিস্থিতির সম্মুখীন হয়েছি বা হতে দেখেছি। জীবনের সেই অংশই উঠে আসবে ছবিতে।