করোনার দাপট বোঝা গিয়েছে মায়ানগরীতেও
দীর্ঘ দিন আকাশছোঁয়া সাফল্য পায়নি বলিউড
দক্ষিণের ছবি যাও বা ব্যবসা করেছে ভাল
বলিউডের ঘুরে দাঁড়ানো এখনও বাকি
সেই আবহেই বছর শেষে সন্ধিক্ষণ হাজির!
সলমন খানের হাতে সূচনা হল আইফা পুরস্কারের
মঞ্চে ছিলেন ফারহা খান, বরুণ ধওয়ান, ফারহান আখতারও
বেশ কেক বছর ধরেই ব্র্যান্ড অ্যাম্বাসাডর সলমন
এ বারও অনুষ্ঠানের ঘোষণায় সামনের সারিতে রইলেন
গায়ক বাদশাকেও দেখা গেল সমাবেশে