প্রকাশ্যে 'বিগ বস'-এর ১৭ নম্বর সিজনে সঞ্চালক সলমন খানের প্রথম ঝলক। ছোটপর্দার বিতর্কিত এই শো-এর জন্য কার্যত অধীর অপেক্ষায় ছিলেন দর্শকেরা। ১৫ অক্টোবর থেকে শুরু হবে এই শো-এর টেলিকাস্ট, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। লাল-কালো কোটে সঞ্চালক হিসেবে যথারীতি নজরকাড়া সলমন খান, তাঁকে দেখা গেল নিজস্ব আন্দাজে। 'বিগ বস ১৭'-তে খেলার নিয়ম কিছুটা বদলাবে, দুটি দলে ভাগ করা হবে প্রতিযোগীদের। কিছু প্রতিযোগী যেমন একা থাকবেন, কিছু তারকা বিবাহিত জুটিও অংশ নেবেন এই শো-তে। কেবল টেলি তারকা নয়, প্রতিযোগীদের তালিকায় থাকতে পারেন বিভিন্ন ইন্টারনেট ইনফ্লুয়েন্সার ও ইউটিউবারও। 'বিগ বস' চিরকালই বেশ বিতর্কিত শো, তবে সেখানে অন্য মাত্রা যোগ করে সলমনের দক্ষ কিন্তু মজাদার সঞ্চালনা। বিগ বস-এর এই সিজনে যেহেতু এখনও প্রকাশ্যে আনা হয়নি সমস্ত প্রতিযোগীর নাম, তাই এই প্রিমিয়ার নিয়ে দর্শকদের উৎসাহ রয়েছে। অন্যদিকে, সামনেই মুক্তি পাওয়ার কথা সলমনের নতুন ছবি 'টাইগার ৩'-এর।